ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩ সেপ্টেম্বর বুধবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। শেয়ারটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বুধবার সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৬৯ বারে ৭ লাখ ১৭ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮১ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ।
বুধবার কোম্পানিটি সর্বশেষ ৯৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৫৪৯ বারে কোম্পানিটি ৪ লাখ ১৫ হাজার ১৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৭ লাখ টাকা টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৪৭৯ বারে ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ক্যাবলস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ফ্যাস ফিন্যান্স লিমিটেড।
আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭