ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে সাফকো স্পিনিং লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৭১ বারে ৩৫ লাখ ৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৭ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৭১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ২ হাজার ৫৫ বারে কোম্পানিটি ২৩ লাখ ১ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৬৩ লাখ টাকা।
দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের ৯ পয়সা বা ৪ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ৯৫১ বারে ১৭ লাখ ৫৬ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাক্কানি পাল্প, সামিট পাওয়ার, ডরিন পাওয়ার, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, বারাকা পাওয়ার ও কেপিসিএল।
আজকের বাজার : এলকে/এলকে ২০ সেপ্টেম্বর ২০১৭