ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮ সেপ্টেম্বর সোমবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সাফকো স্পিনিং লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি সোমবার সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪১৯ বারে ৪১ লাখ ৩৮ হাজার ৬৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৬ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ।
১৮ সেপ্টেম্বর সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ২ হাজার ৬৫২ বারে কোম্পানিটি ৪৭ লাখ ৯৯ হাজার ২৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৮ লাখ টাকা টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের ৬ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ২ হাজার ৩৬২ বারে ১৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ম্যারিকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল ও উত্তরা ব্যাংক লিমিটেড।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭