ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। শেয়ারটির দর ২ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭১ বারে ৩৭ লাখ ৬৬ হাজার ২৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২০ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে রুপালী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। দুই হাজার ৬৯৮ বারে কোম্পানিটি ৪০ লাখ ৪ হাজার ৩২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির ২ হাজার ৪৯১ বারে ৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরামিক, সায়হাম কটন, হাক্কানিপাল্প, আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, শাশা ডেনিম, সিএমসি কামাল ও বেক্সিমকো ফার্মা।
আজকের বাজার : এলকে/এলকে ১৪ সেপ্টেম্বর ২০১৭