সপ্তাহের দ্বিতয়ি কার্যদিবস সোমবার ডিএসইতে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড।আজ ১টাকা বা ৯ দশমিক ৩৫ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে মিউচ্যুয়াল ফান্ডটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে প্রতিটি ইউনিট লেনদেন হয় ১১ টাকা ৭০ পয়সায়। আজ ফান্ডটির মোট লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা আর মোট লেনদেন হয় ১৬ লাখ ৬৪ হাজার ২২১ টি ইউনিট।
এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড । ৭০ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৪০ টাকা ৮০ পয়সায়। মোট লেনদেন হয় ২ লাখ ৬১ হাজার ৫৬৪ টি শেয়ার। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে উঠে আসা জেএমআই সিরিঞ্জস মেডিকেল ডিভাইস লিমিটেডের দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৪২ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ২৩০টাকায়। মোট লেনদেন হয় ৫ লাখ ৬৪ হাজার ৬০৩টি শেয়ার, যার বাজার মূল্য ১২ কোটি ৮৬ লাখ ৮৩ হাজার টাকা।
এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড,কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড,দেশ গার্মেন্টস লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড,এ্যাপেক্স ফুডস্ লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও উসমানিয়া গ্লাস শীট ফেক্টরি লিমিটেড।
আজকের বাজার/মিথিলা