ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ অক্টোবর সোমবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে স্টাইল ক্রাফট লিমিটেড। সোমবার শেয়ারটির দর ১০১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ এক হাজার ৭২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৯৫ বারে ১০ হাজার ২৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৭৬ লাখ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৭৪ শতাংশ।
সোমবার কোম্পানিটি সর্বশেষ ২১০ টাকা দরে লেনদেন হয়। এক হাজার ২১৮ বারে ৯৯ হাজার ৬৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইলের ১১ টাকা বা ৩ দশমিক ৬৩ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১০৩ বারে ৭ হাজার ৫১০টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, বিডি অটোকার্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এসিআই, এসিআই ফরমুলেশনস, নুরানি ডাইং ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭