ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ অক্টোবর বুধবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে এক হাজার ২৮ টাকা ৬০ পয়সা বা ৫৯ দশমিক ৭৫ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ দুই হাজার ৭৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৩৩ বারে ২৪ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬১ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৫২ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ।
বুধবার কোম্পানিটি সর্বশেষ ৭৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিট ১৩৩ বারে ৪ হাজার ৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের ৪০ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। বুধবার কোম্পানিটির ৩৯২ বারে ১১ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, এমবি ফার্মা, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেমিনি সি ফুড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও দেশ গার্মেন্টস লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ১১ অক্টোবর ২০১৭