দর বাড়ার শীর্ষে স্যালভো কেমিক্যাল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে স্যালভো কেমিক্যাল লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা  বা  ৭ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি দুই হাজার ৯৪৬ বারে ৯৩  লাখ ৬২ হাজার ৭০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২০ কোটি ২৪ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা বা ৬  শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা  দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ৫ হাজার ৮৪৩ বারে এক কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৩১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ টাকা ৩০ পয়সা বা  ৫ দশমিক ৩১ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল উইন্ডসর, ইয়াকিন পলিমার, গোল্ডেন হার্ভেস্ট কেমিক্যাল ও বেক্সিমকো।

সুত্র:  অর্থসূচক