ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। শেয়ারটির দর ২ টাকা বা ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৯০৮ বারে ১ কোটি ১ লাখ ৯৯ হাজার ৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ২৬ লাখ ৫৩ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৯১ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৭৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ২ হাজার ২৮১ বারে কোম্পানির ১৫ লাখ ৬৮ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেড ১ টাকা বা ৫ দশমিক ৭৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ২১২ বারে ২৫ লাখ ৭৫ হাজার ৯৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোট্ ৬২ লাখ ৯৩ হাজার টাকা।
তালিকায় থাকা বাদবাকী কোম্পানিগুলো হচ্ছে- সিএমসি কামাল, রিজেন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, তুংহাই ইন্ডাস্ট্রিজ, ডেফোডিল কম্পিউটারস, ডরিন পাওয়ার ও আইটি কন্সাল্টেন্টস।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৩ মে ২০১৭