দর বৃদ্ধির শীর্ষে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শেয়ারটি আজ সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩০৫ বারে ৬৯ লাখ ৪৭ হাজার ৩১২টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১৩ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ৫৮৪ বারে কোম্পানিটি ৬ লাখ ১১ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১ টাকা বা ৫ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৩৯৯ বারে ৪০ লাখ ৭ হাজার ৮৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, শাহজীবাজার পাওয়ার, এটলাস বাংলাদেশ এবং স্যালভো কেমিক্যাল লিমিটেড।

আজকের বাজার:এসআর/এলকে/৫ জুন ২০১৭