দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১১ডিসেম্বর লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল  ফান্ড। এদিন ফান্ডটির দর বৃদ্ধি পায় ৪.৮শতাংশ।

 ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) দেয়া তথ্য অনুযায়ী দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডরিন পা্ওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেডের ৪.৭ শতাংশ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের  ৩.৫৫ শতাংশ, ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের ৩.৪৩শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ২.৬৮শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২.৫৮শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ২.৫১শতাংশ, ডেল্টা ব্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের ২.৫০ শতাংশ , ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৪৩ শতাংশ এবং পুবালী ব্যাংক লিমিটেডের বেড়েছে ২.৩৯শতাংশ।

আজকের বাজার:এসএস/১১ডিসেম্বর ২০১৭