ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ নভেম্বর রোববার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইষ্টার্ন ক্যাবলস লিমিটেড। রোববার শেয়ারটির দর ১৭ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ১৯৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৭ বারে ২ লাখ ৭৩ হাজার ১৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৭৫ শতাংশ।
রোববার কোম্পানিটি সর্বশেষ ১২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ৩ হাজার ৪৯১ বারে কোম্পানিটি ১৩ লাখ ৪৮ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৯৪ লাখ টাকা টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফার্মা এইডসের ৩০ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৮১১ বারে ২ লাখ ৩৫ হাজার শেয়ার লেনদেন করে যার বাজার মূল্য ৭ কোটি ৯৮ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড, নাভানা সিএনজি, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, উসমানিয়া গ্লাস, লংকাবাংলা ফাইন্যান্স, শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭