বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ২৮ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে,আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১৪৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফাইন্যান্সে ১২ দশমিক ৪৪ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলে ১২ দশমিক ৪১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টে ১১ দশমিক ৩৩ শতাংশ, নর্দার্ন জুটে ৯ দশমিক ৯৪ শতাংশ, গোল্ডেন হারভেস্টে ৮ দশমিক ২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডে ৮ দশমিক ২২ শতাংশ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট্র ব্যাংকে ৭ দশমিক ৬৪ শতাংশ দর বেড়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৭ নভেম্বর ২০১৭