সপ্তাহের শেষ কার্যদিবস ১৪ডিসেম্বর,বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে প্রকৌশল খাতের ইয়াকিন পলিমারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিন কোম্পানিটির শেয়ার দর ২২.৫০ টাকা থেকে বেড়ে ২৪ টাকায় পৌঁছায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৬.৬৬ টাকা বেড়েছে। এ কারণে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.৬৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রোভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৪.২৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.১৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৪.০৬ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৩.৬৬ শতাংশ, সিএমসি কামালের ৩.২৯ শতাংশ এবং নর্দার্ণ জুটের শেয়ার দর ৩.২৫ শতাংশ বেড়েছে।
আজকের বাজার:এসএস/১৪ডিসেম্বর ২০১৭