ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৮ মে বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। শেয়ারটির দর ৬০ পয়সা বা ৭.৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শেয়ারটি আজ সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫১ বারে ৩৫ লাখ ৪২ হাজার ৭৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ২য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৬ দশমিক ৩৬ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ২৩৩ বারে কোম্পানির ১৫ লাখ ৯৩ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৭৪ বারে ৭৫ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ লাখ ১৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ড্রি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন ও ওরিয়ন ইনফিউশন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ মে ২০১৭