বৃহস্পতিবার ২১ডিসেম্বর লেনদেন শেষে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েলের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ১৯.৫০ টাকা থেকে বেড়ে ২১.৪০ টাকায় পৌঁছায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৯০ টাকা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৭৪ শতাংশ, লাফার্জ সুরমার ৫.৬৪ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৭ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৪৩ শতাংশ, পদ্মা অয়েলের ২.৩১ শতাংশ, লিবরা ইনফিউশনের ২.২৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ২ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ১.৯০ শতাংশ বেড়েছে।
আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭