দর বৃদ্ধির শীর্ষে এশিয়া প্যাসিফিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪ বারে ২ লাখ ১৩ হাজার ৯৩টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৫০ লাখ ৫৫ হাজার টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৪ দশমিক ২৫ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ৩ হাজার ৬০৪ বারে কোম্পানিটি ৮০ লাখ ২৬ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১৭ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ২৩ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ৫৭৫ বারে ৩ লাখ ৯৯ হাজার ১৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে– রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৯ জুন ২০১৭