ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এ্যাপেক্স ফুডস লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৬০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৫৭ বারে ৪ লাখ ৭৪ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪২ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ট্যানারী লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৯৫ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৪৮ টাকা দরে লেনদেন হয়। ৪১০ বারে কোম্পানিটি ৫৯ হাজার ৪২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৬ লাখ টাকা টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স স্পিনিং, বিডি ল্যাম্প, মেট্রো স্পিনিং, ইনটেক, ড্রাগন সোয়েটার, মুন্নু সিরামিকস, লিগ্যাসি ফুটওয়্যার এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮