ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬ জুলাই রোববার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৫২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৫৮৩ বারে ৪৬ লাখ ৬৯ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ কোটি টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ।
১৬ জুলাই রোববার শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ৩ হাজার ৪৬০ বারে কোম্পানির ১ কোটি ৯ লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ১২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৫৭ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩ হাজার ১৮ বারে ৩৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুড, প্রিমিয়ার লিজিং, ইফাদ অটোস, নাভানা সিএনজি, আইপিডিসি এবং ড্যাফোডিলস কোম্পিউটার্স লিমিটেড।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭