পুঁজিবাজারে বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার সর্বনিম্ন ৯৭ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১০৭ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। এইদিনে কোম্পানিটির ৩২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আজ ৯৭.৪০ টাকা থেকে বেড়ে ১০৭.১০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি আজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। আমান ফিড লিমিটেডের শেয়ার ২৫ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬০ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনের তৃতীয় স্থানে অবস্থান করছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানি শেয়ার সর্বনিম্ন ১৩১ টাকা ২০ পয়সা এবং সর্বোচ্চ ১৪৫ টাকা ৫০ পয়সা লেনদেন হয়েছে।
লেনদেন শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- বিবিএস ক্যাবলস লিমিটেড, দ্যা পেনিনসুলা হোটেল লিমিটেড, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, শাশা ডেনিম, সিংগার বিডি, প্যারামাউন্ট টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, আইটি কনসালটেন্টস, অ্যাপেক্স ট্যানারী, এসকে ট্রিম, আরএসআরএম স্টীল, গ্রামীণ ফোন, ইবনে সিনা ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।
জাকির /আজকের বাজার