দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৮১২ বারে ২৩ লাখ ৭৩ হাজার ১২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।  কোম্পানিটি ১ হাজার ২৮১ বারে ১৯ লাখ ৮৩ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৭ লাখ টাকা

তৃতীয় স্থানে থাকা মিথুন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ২৪ বারে ৮৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২০ শতাংশ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৪৬ শতাংশ, মেট্রো স্টিনিংয়ের ৭ দশমিক ৪৬ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৭ দশমিক ১৭ শতাংশ,  নর্দান ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৯ শতাংশ, লাফার্জহোলসিমের ৬ দশমিক ০২ শতাংশ ও তসরিফার ৫ দশমিক ৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।