দর বৃদ্ধির শীর্ষে জেনারেশন নেক্সট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ জুলাই বুধবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশান লিমিটেড। শেয়ারটির দর ৬০ পয়সা বা ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ডিএসই তথ্য অনুযায়ী, শেয়ারটি বুধবার সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ৭৯০ বারে ৩ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৮৯ লাখ ১ হাজার টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ১১ শতাংশ।

বুধবার শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ৪৮৫ বারে কোম্পানির ৩ লাখ ২৯ হাজার ৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ৭০ পয়সা বা ৪ দশমিক ০৯ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ২ হাজার ৫৪১ বারে ১ কোটি ৭৮ হাজার ১৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, ডেফোডিল কম্পিউটারস, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১ ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১২ জুলাই ২০১৭