সপ্তাহের তৃতীয় কার্ষদিবস মঙ্গলবারে ১৬ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠেছে বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ড্রাগন সোয়েটারের শেয়ার দর ২০.৩ টাকা থেকে বেড়ে ২২.৩০ টাকায় দাড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৫ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ৬.০৮ শতাংশ, শাহজালাল ব্যাংকের ৫.৪৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৭৪ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪.৫৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ৩.৮১ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৩.৫৫ শতাংশ এবং আমরা নেটওয়ার্কস ৩.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আজকের বাজার:এসএস/১৬জানুয়ারি ২০১৮