ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ জুন মঙ্গলবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৪৮১ বারে ৩৮ লাখ ৮৯ হাজার ৫৩২টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ।
শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ৯১৩ বারে কোম্পানিটি ১৯ লাখ ৬৮ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৫ কোটি ৯৩ লাখ ৯৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ৪০ বা ২ দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩ বারে ১ হাজার ৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ লাথ টাকা।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেঘনা সিমেন্ট, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, মেঘনা সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংক লিমিটেড।
আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭