দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ জুলাই বুধবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫ টাকা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৪৫ বারে ২৪ লাখ ৫৬ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১৩ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৫ দশমিক ৭০ শতাংশ।

শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ১ হাজার ৫৯২ বারে কোম্পানিটি ৮০ লাখ ২০ হাজার ৪৪৯টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১৩ কোটি ২৫ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ৩ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫৫ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ৫৭৪বারে ২ লাখ ৯ হাজার ৮২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, সায়হাম কটন মিলস, ফু-ওয়াং ফুড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং বারাকা পাওয়ার লিমিটেড।

আজকের বাজার: এলকে/এলকে ৫ জুলাই ২০১৭