রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ারটি আজ সর্বশেষ ৩৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৭৯ বারে ২১ লাখ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫৭ শতাংশ।
কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৬০ টাকা দরে লেনদেন হয়। ১২ বারে কোম্পানিটি সাড়ে ৩ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ হাজার টাকা টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রংপুর ফাউন্ড্রি, বিডি অটোকার্স, আজিজ পাইপস, মার্কেন্টাইল ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, এশিয়া ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
জাকির