ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ জুলাই সোমবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পেনিনসুলা চিটাগং লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৯ পয়সা বা ৬ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, শেয়ারটি সোমবার সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৭৭ বারে ৭ লাখ ৬৫ হাজার ৫৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফু ওয়াং ফুড লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।
২৪ জুলাই শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৪০ দরে লেনদেন হয়। ২ হাজার ৬৬৫ বারে ৭১ লাখ ৩৭ হাজার ৩১৩টি শেয়ার লেনদেন হয়।
দর বৃদ্ধির তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ১ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১৬ বারে ৪ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- আরামিট সিমেন্ট লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুলাই ২০১৭