দর বৃদ্ধির শীর্ষে প্যাসিফিক ডেনিমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ম মে মঙ্গলবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবার সর্বশেষ ২৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৬৪ বারে ৪৯ লাখ ১২ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি ব্যাংক)। এদিন শেয়ারটির দর বেড়েছে ৮ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ।

মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ২৯১ বারে কোম্পানিটি ৮ লাখ ৬১ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের ৩০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১৭৯ বারে ৪ লাখ ২৯ হাজার ৭৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ লাখ ৩৫ হাজার টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার পিপলস ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, আল-হাজ্জ টেক্সটাইল, বিএটিবিসি, প্রাইম টেক্সটাইল, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭