মঙ্গলবার লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সেই সঙ্গে দর বৃদ্ধির শীর্ষ দশের মধ্যে আর ৬টি ব্যাংক অবস্থান করছে।
প্রাইম ব্যাংকের শেয়ারের দর বেড়েছে ১টাকা ৯০পয়সা বা ৭.২৫শতাংশ। ডিএসই’র দেয়া তথ্য অনুযায়ী,১২ ডিসেম্বর, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৫ বারে ৭ লাখ ৯৫ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।
দর বৃদ্ধির ২য় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।এদিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৪৭ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের দর বেড়েছে ৮০ পয়সা বা ৫ দশমিক ৪১ শতাংশ । কোম্পানিটি ৬৮৮ বারে ২৪ লাখ ৩৭ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন হয়েছে।
শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
আজকের বাজার:এসএস/১২ডিসেম্বর ২০১৭