আজ মঙ্গলবার (২৪ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৬ বারে ১ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি এবং তৃতীয় স্থানে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
এদিন বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৩৭ বারে ৫০ হাজার ৪৩০ টি শেয়ার লেনদেন করে।যার বাজার মূল্য ৮ লাখ ৬৯ হাজার টাকা। আর সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। ফান্ডটি ২ বারে ১ হাজার ৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ব্যাংক এশিয়ার ১ দশমিক ২৩ শতাংশ, সিটি ব্যাংকের ১ দশমিক ২৩ শতাংশ, এক্সিম ব্যাংকের ১ দশমিক ১৩ শতাংশ, ইষ্টার্ণ ব্যাংকের দশমিক ৯৬ শতাংশ, ওরিয়ন ফার্মার দশমিক ৯৪ শতাংশ, গ্রামীন ওয়ান স্কীম টুর দশমিক ৯০ শতাংশ ও দশমিক ৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আজকের বাজার / এ.এ