দর বৃদ্ধির শীর্ষে ফাস ফাইন্যান্স

আজ সোমবার (১৬ মার্চ) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৭৪৭ বারে ৬৯ লাখ ৩৯ হাজার ৪৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস এবং তৃতীয় স্থানে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

জানা গেছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ৯২০ বারে ৫৭ লাখ ৬৭ হাজার ৪২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা। আর এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৯৪ শতাংশ। ফান্ডটি ২৫ বারে ২ লাখ ২১ হাজার ৬০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ১৭ শতাংশ, যমুনা অয়েলের ১ দশমিক ৩৮ শতাংশ, এনসিসি ব্যাংকের দশমিক ৮৮ শতাংশ, প্রাইম ব্যাংকের দশমিক ৭১ শতাংশ, ব্যাংক এশিয়ার দশমিক ৬৩ শতাংশ, ব্যাংক এশিয়ার দশমিক ৬৩ শতাংশ, গ্রীন ডেলটা ইনস্যুরেন্সের দশমিক ৪৪ শতাংশ এবং পারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার দর বেড়েছে দশমিক ২৮ শতাংশ।

আজকের বাজার/এ.এ