দর বৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৯দশমিক ৮২ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ১০১০ বারে ২০ লাখ ৮৭ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মোজাফ্ফর হোসেন স্পিনিং লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। প্রতিষ্ঠানটি ৪৩৮ বারে ৭ লাখ ৪ হাজার ১৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা সী পার্ল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ হাজার ২৮৮ বারে ১৬ লাখ ১৭ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একটিভ ফাইনের ৮ দশমিক ৫২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়্যাল ফান্ডের ৭ দশমিক ৬৯ শতাংশ, এএমবি ফার্মার ৭ দশমিক ৪৮ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭ দশমিক ১০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ৬ দশমিক ৪৫ শতাংশ, এএফসি এগ্রোর ৫ দশমিক ৭১ শতাংশ ও প্রিমিয়ার সিমেন্টের ৫ দশমিক ১৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।