ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৪০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৯৯ বারে ৩২ লাখ ১৫ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৩ দশমিক ৫২ শতাংশ।
আজ শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ৪২৩ বারে কোম্পানির ৬৩ লাখ ৭২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ ১ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৩ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৫৬৩ বারে ৩২ লাখ ৫৪ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ১ লাখ ৬২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ফাইনফুডস, অ্যাপেক্স ফুডস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭