ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ আগষ্ট বুধবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেড । শেয়ারটির দর ১০ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বুধবার সর্বশেষ ১১৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৩৭ বারে ২ লাখ ৩৮ হাজার ৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে পেনিনসুলা চিটাগং লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ।
৯ আগষ্ট কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৯৫৭ বারে কোম্পানিটি ২৯ লাখ ৬২ হাজার ২০১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ২৯ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ৭ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯৪ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩ হাজার ৪৫২ বারে ১১ লাখ ৪৯ হাজার ৮৫টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, জিকিউ বলপেন, মুন্নু সিরামিকস, আল-হাজ্ব টেক্সটাইল ও ইফাদ অটোস।
আজকের বাজার: এলকে/এলকে ০৯ আগস্ট ২০১৬