দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস

বুধবার ১৭ মে লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস। এ দিন কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৯.০৯ শতাংশ। ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,মঙ্গলবার বিডি অটোকারসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭৩.৭ টাকা। যা বুধবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮০.৪ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ৭৩.২ টাকা থেকে ৮১ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ৮.৩৫ শতাংশ, মন্নু জুট স্টাফলার্সের ৭.৫০ শতাংশ, ইফাদ অটোসের ৭.৩৯ শতাংশ, বিডিকম অনলাইনের ৬.৭৪ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬.০২ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.১৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৯৫ শতাংশ, ফাইন ফুডসের ৪.৩৫ শতাংশ ও এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৪.২৬ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭