দর বৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার টপটেন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। শেয়ারটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি বৃহস্পতিবার সর্বশেষ ৫১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৫১ বারে ২৯ লাখ ২৩ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭৫ লাখ টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৬৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৯০৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ২২৬ বারে কোম্পানিটি ৫ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৯৪ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির এক হাজার ৫৪৪ বারে ৫ কোটি ৭১ লাখ টাকার ‌শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, অ্যাপেক্স স্পিনিং, প্রিমিয়ার ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭