ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপ টেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লুজারের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে ঝিল বাংলা সুগার মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৯ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস, কেডিএস এক্সেসোরিজ, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, সমতা লেদার কমপ্লেক্স, বেক্সিমকো সিনথেটিকস এবং মেঘনা কনডেন্সক মিল্ক লিমিটেড।
রাসেল/