দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ১৩ ডিসেম্বর, বুধবারের লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৫.৯০ টকা থেকে বেড়ে দাড়িয়েছে ৩৯.১০ টাকায়। অর্থাৎ এর শেয়ার দর ৩.২০ টাকা বা ৮.৯১ শতাংশ বেড়েছে। এ কারণে কোম্পানিটি  ডিএসইর দর বৃদ্ধির  তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকলের ৫.৮৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৪ শতাংশ, সালভো কেমিক্যালের ৪.১৬ শতাংশ, ওয়াইম্যাক্সের ৩.৯৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৭ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৩.৫৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩.৫৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.০৯ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর ২.৮০ শতাংশ বেড়েছে।

আজকের বাজার:এসএস/১৩ডিসেম্বর ২০১৭