সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৯ ডিসেম্বর লেনদেন শেষে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০.২০ টাকা থেকে বেড়ে ৪৪.২০ টাকায় পৌাছায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৯.৮৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.২৯ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৪.৮৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৩৯ শতাংশ, ওয়াইম্যাক্সের ৩.৬৩ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩.৬২ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৩.৩০ শতাংশ এবং ডাচবাংলা ব্যাংকের শেয়ার দর ৩.২৭ শতাংশ বেড়েছে।
আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭