বৃহস্পতিবার ১৮জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৪১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৫৯০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৭ বারে ৩ হাজার ৯০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।এদিন শেয়ারটির দর বেড়েছে ৭৪ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ।
বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ এক হাজার ৬৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৬৭ বারে ১৫ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৬১ লাখ টাকা।
এ তালিকার তৃতীয় স্থানে থাকা গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৩ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে। তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি, লিবরা ইনফিউশন, শাহজালাল ইসলামী ব্যাংক, মুন্নু জুট স্ট্যালার্স, ফনিক্স ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড।
আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮