মঙ্গলবার ২৬ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বাড়ার তালিকার শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ৭৮০ বারে ১৪ লাখ ৬৯ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩০৩ বারে ৪২ লাখ ৮৪ হাজার ৩৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পস ১১ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটি ৭৪৪ বারে ৯২ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালী ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইটিসি, বেঙ্গল উইন্ডসোর, ইসলামী ব্যাংক ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭