দর বৃদ্ধির শীর্ষে  লিগ্যাসি ফুটওয়ার

সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার,৭ডিসেম্বর লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড। এদিন কোম্পানিটের শেয়ারের দাম ৫০টাকা থেকে বেড়ে ৫৫টাকায় পৌঁছায় । অর্থাৎ শেয়ারের দাম বেড়েছে ৫টাকা বা  ৯দশমিক ৮৮ শতাংশ।

লেনদেন শেষে  ডিএসই’র দেয়া তথ্য অনুযায়ী দর বৃদ্ধি পা্ওয়া  অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মি্উচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.০৯ শতাংশ , স্ট্যান্ডার্ড ইনসুরেন্স লিমিটেড ৮.৫৩ শতাংশ, উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড ৭.৯২শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড ৫.০৬ শতাংশ, ফাইন ফুডস লিমিটেড ৪.১৭শতাংশ, বারাকা পা্ওয়ার লিমিটেড ৪.৭২ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৭.২৯শতাংশ, জিএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইজেস লিমিটেড ৩.৮৬শতাংশ ,সমরিতা হাসপাতাল লিমিটেডের দর ৪.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজকের বাজার:এসএস/৭ ডিসেম্বর ২০১৭