সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাইহাম টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১০৭ বারে ৫১ হাজার ২৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি এক হাজার ১৩০ বারে ৬ লাখ ৫৫ হাজার ৪২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৫২ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটি ৯৭৮ বারে ১১ লাখ ৫৯ হাজার ৯০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তসরিফার ৯ দশমিক ৪৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭ দশমিক ৬০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭ দশমিক ৫২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২ দশমিক ২৭ শতাংশ, আসিআইয়ে ৭ দশমিক ১৯ শতাংশ, আমিন ফিডের ৬ দশমিক ২৯ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।