দর বৃদ্ধির শীর্ষে স্টাইল ক্রাফট

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফট লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬৪ দশমিক ২০ শতাংশ।

ডিএসই সূত্রে তথ্য জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারসের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স স্পিনিংয়ে ১২ দশমিক ০৩ শতাংশ, ইফাদ অটোতে ১০ দশমিক ৯৬ শতাংশ, কহিনূর কেমিক্যালে ৯ দশমিক ৮০ শতাংশ, ফার্মা এইডে ৮ দশমিক ৩৭ শতাংশ, এমবি ফার্মাতে ৮ দশমিক ১৯ শতাংশ, লিবরা ইনফিউশনে ৭ দশমিক ৯০ শতাংশ এবং সোনালী আশঁ ইন্ডাস্ট্রিজে ৭ দশমিক ২০ শতাংশ দর বেড়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭