আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৩ বারে ১৩ লাখ ৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে, জিকিউ বল পেন এবং তৃতীয় স্থানে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল।
জিকিউ বল পেনের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ বারে ৫ টি শেয়ার লেনদেন করে। আর তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হ্যাভি কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ বারে ১২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৭৮ শতাংশ, জেমিনি সী ফুডের ২৬ দশমিক ৭৯ শতাংশ, এসএস স্টিলের ২৬ দশমিক ৪৪ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ২৬ দশমিক ৩৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২৬ দশমিক ২৬ শতাংশ, রূপালী ইনস্যুরেন্সের ২৬ দশমিক ১২ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৮৬ শতাংশ।
আজকের বাজার / এ.এ