ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ মে সোমবার টপটেন দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে বিমা খাতের ৪ কোম্পানি। এর মধ্যে শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ৫০ পয়সা বা ২ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শেয়ারটি আজ সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৬ বারে ৪১ হাজার ৮৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৮২ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৩ দশমিক ৬৬ শতাংশ।
শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ৪৯৬ বারে কোম্পানির ১০ লাখ ৩৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ ৯৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭০ পয়সা বা ৩ দশমিক ২০ শতাংশ দর বেড়েছে। আজ ১৩৮ বারে কোম্পানিটির ১ লাখ ৩২ হাজার ৩৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ লাখ ৫৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, তসরিফা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রভাতি ইন্স্যুরেন্স, এবং প্রভাতি ইন্স্যুরেন্স ।
আজকের বাজার:এলকে/এলকে/৩০ মে ২০১৭