দর বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০কোম্পানি

বুধবার ১৭জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২  টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৯৫ বারে ৩৭ লাখ ৯৬ হাজার ৩৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৫৮ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে  ১০ পয়সা বা ১ দশমিক ৩৯ শতাংশ।

 ফান্ডটি সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।  ফান্ডটি ৫৩ বারে  ৪ লাখ ৯৫ হাজার ৪৬৩টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের ৯ টাকা ১০ পয়সা বা  ৪ দশমিক ২৮ শতাংশ দর বেড়েছে।

এ  তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি ২০১৮