দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার বা দর বৃৃৃদ্ধিতে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধিপত্য দেখা গেছে। বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধিতে উঠে আসা ১০টি কোম্পানিই ‘এ’ ক্যাটাগরির।
এর মধ্য শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১.৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২.২৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বেড়েছে ২১.১৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিজেন্ট টেক্সটাইলে ১৯.৪৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ১৮.৪৬ শতাংশ, বেক্সিমকোর ১৮.১১ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৭.৫৩ শতাংশ, আইসিবিতে ১৭.১৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫.১৪ শতাংশ এবং যমুনা ব্যাংকের ১৩.৬৬ শতাংশ দর বেড়েছে।
আজকেরবাজার/এস