রোববার ২৪ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭০৮ বারে ৭ লাখ ৭৩ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৮৮ শতাংশ। সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭৫৪ বারে ২৩ লাখ ৯৬ হাজার ৭১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আমান ফিডের ২ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৭৭ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটি ৩৩৮ বারে ১ লাখ ৪ হাজার ৫০৪টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক, সায়হাম কটন, লিগ্যাসি ফুটওয়্যার, এনভয় টেক্সটাইল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা ও প্রগতি ইন্স্যুরেন্স।
আজকের বাজার:এসএস/২৪ডিসেম্বর