দর বেড়েছে ডলারের

এক মাসের বেশি সময় ধরে স্থিতিশীল থাকার পর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে আবারো বেড়েছে ডলারের দর। ডলার ৫ পয়সা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮৩ টাকা ৭৫ পয়সায়।

গত ২১ মে থেকে ডলার ৮৩ টাকা ৭০ পয়সায় স্থিতিশীল ছিল। এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে যে দামে ডলার বেচাকেনা করে, তা আন্তঃব্যাংক দর হিসেবে বিবেচিত। এ নিয়ে এক বছরে প্রতি ডলারের দর ৩ টাকা ১৫ পয়সা বা ৩ দশমিক ৯১ শতাংশ বাড়ল।

আন্তঃব্যাংকে ডলারের দর বাড়লেও আমদানিতে আগের মতোই ৮৩ টাকা ৭৫ পয়সা দেখাচ্ছে ব্যাংকগুলো। তবে এক রকম ঘোষণা দিয়ে আরেক দামে ডলার বিক্রির অভিযোগ রয়েছে ব্যাংকগুলোর বিরুদ্ধে। এর আগে ঘোষণার চেয়ে বেশি দামে ডলার বিক্রির সত্যতা পাওয়ায় ২০টি ব্যাংককে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।

সংশ্নিষ্টরা জানান, রফতানি ও রেমিট্যান্সের তুলনায় আমদানিতে বেশি প্রবৃদ্ধির ফলে চাপে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। চাপ সামলাতে গত অর্থবছর ব্যাংকগুলোর কাছে ২৩১ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে তুলে নিয়েছে ১৯ হাজার কোটি টাকা। এতে দেশীয় বাজারে টাকার ওপর কিছুটা চাপ তৈরি হয়ে সুদহার ঊর্ধ্বমুখী ধারায় ছিল। তবে সরকারি হস্তক্ষেপে ব্যাংকগুলো জানিয়েছে, ১ জুলাই থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ এবং তিন মাস মেয়াদি আমানতে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দেওয়া হবে।

আরএম/